Site icon Jamuna Television

টি-টোয়েন্টি লিগ খেলতে ঢাকা ছেড়েছেন জাহানারা ও রুমানা

জাহানারা আলম ও রুমানা আহমেদ। ছবি: সংগৃহীত

দুবাইয়ে ফেয়ারব্রেক ইনভাইটেশনাল টি-টোয়েন্টি লিগে অংশ নিতে শনিবার (৩০ এপ্রিল) ঢাকা ছেড়েছেন ২ নারী ক্রিকেটার জাহানারা আলম ও রুমানা আহমেদ।

ঈদে যখন সবাই ঘরে ফিরছেন ঠিক তখনই বিদেশ পাড়ি দিতে হচ্ছে এই নারী ক্রিকেটারকে। আইপিএলের পর দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ফেয়ারব্রেক ইনভাইটেশনাল টি-টোয়েন্টি লিগে অংশ নিতে দুবাইয়ের যাওয়া এই টাইগ্রেস পেসারের। ৬ দলের টুর্নামেন্টে ফ্যালকনের হয়ে খেলবেন জাহানারা। ৩০ দেশের নারী ক্রিকেটাররদের সাথে এই টুর্নামেন্টে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে মুখিয়ে তিনি।

জাহানারার ফ্যালকনের নেতৃত্ব নিউজিল্যান্ড অধিনায়ক সুজি বেটস। সুজি ছাড়াও ইংল্যান্ডের ড্যানি ওয়েইট, দক্ষিণ আফ্রিকার মারিজান কেপ, ওয়েস্ট ইন্ডিজের ব্রিটনি কুপারের সাথে ড্রেসিংরুম ভাগ করে নিবেন সাবেক বাংলাদেশ অধিনায়ক।

আরও পড়ুন: মেসি-এমবাপ্পেদের রুখে দিল পুঁচকে স্ত্রাসবুর্গ

অন্যদিকে ফ্র্যাঞ্চাইজি বার্মি আর্মির হয়ে মাঠ মাতাবেন রুমানা আহমেদ। ১ থেকে ১৫ মে মাঠে গড়াবে টুর্নামেন্টের ১৯টি ম্যাচ। ৩৫ দেশের ৯০ নারী ক্রিকেটার খেলবেন এই টুর্নামেন্টে।

জেডআই/

Exit mobile version