Site icon Jamuna Television

বর্ষসেরার খেতাবে রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন সালাহ

ছবি: সংগৃহীত

ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের ভোটে ইংলিশ ফুটবলের এবারের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন মিশরের মোহাম্মদ সালাহ। শুক্রবার (২৯ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানায় এফডব্লিউএ।

এ নিয়ে দ্বিতীয়বারের মত এই পুরষ্কারটি পেলেন সালাহ। এর আগে ২০১৮ সালে বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। এবারে প্রায় ৪৮ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন সালাহ।

সালাহ ছাড়া এর আগে দুইবার করে এই পুরষ্কারটি জিতেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও। দুইবার করে পুরষ্কারটি জিতেছিলেন গ্যারি লিনেকার, স্টানলি ম্যাথিউস, টিম ফিনে, ড্যানি ব্ল্যাঙ্কফ্লাওয়ারের মতো তারকারাও।

এবারের প্রতিযোগিতায় সালাহর প্রতিদ্বন্বী ছিলেন দ্বিতীয় হওয়া ম্যানচাস্টার সিটির কেভিন ডি ব্রুইনা ও তৃতীয় হওয়া ওয়েস্টহ্যাম ইউনাইটেডের ডেকলান রাইস। ২৯ বছর সালাহ চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪৪ ম্যাচে ৩০ গোল ও ১৪টি অ্যাসিস্ট করেছেন।

আরও পড়ুন: সম্পদ গোপন ও দেউলিয়া হওয়ার ভুয়া ঘোষণা দেয়ায় বরিস বেকারের কারাদণ্ড

জেডআই/

Exit mobile version