Site icon Jamuna Television

পটিয়ায় আওয়ামী লীগ নেতাকে মারধর, পুত্রসহ গ্রেফতার ইউপি চেয়ারম্যান

চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে মারধরের ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ এপ্রিল) রাতেই অভিযান চালিয়ে চেয়ারম্যান বিএম জসিম ও তার ছেলে ওয়াসিকে গ্রেফতার করা হয়৷ অভিযুক্ত চেয়ারম্যানকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতারের সময় পায়ে চোট পেয়েছেন তিনি। একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন, নির্যাতনের শিকার জিতেন কান্তিও।

এর আগে মধ্যরাতে হত্যাচেষ্টার অভিযোগে সাত জনের নাম উল্লেখ করে পটিয়া থানায় মামলা করেন জিতেন গুহের ভাই। শুক্রবার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সাথে বেঁধে মারধর করে ইউপি চেয়ারম্যান বিএম জসিমের সমর্থকরা। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন জসিম।

/এডব্লিউ

Exit mobile version