Site icon Jamuna Television

ভারতে মহড়া শেষে দেশে ফিরলো কোস্টগার্ডের যুদ্ধ জাহাজ

ভারতের গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মহড়ায় অংশগ্রহণ শেষে আজ দেশে ফিরলো কোস্টগার্ডের যুদ্ধ জাহাজ বিসিজিএস কামরুজ্জামান।

শনিবার (৩০ এপ্রিল) সকালে ১৫ জন কর্মকর্তা, ১০৬ জন নাবিক এবং ৮ জন বেসামরিক ব্যক্তি নিয়ে মোংলা বন্দরে নোঙর করে জাহাজটি। দলের নেতৃত্ব দেন জাহাজটির অধিনায়ক ক্যাপ্টেন এম কিবরিয়া হক।

এসময় কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মোসায়েদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ৯ এপ্রিল শুভেচ্ছা সফরের জন্য ভারতের উদ্দেশ্যে মোংলা ত্যাগ করেছিল বিসিজিএস কামরুজ্জামান।

/এডব্লিউ

Exit mobile version