Site icon Jamuna Television

দাঁড়ানো পিকআপকে ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সিনিয়র রিপোর্টার, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের গোলচত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পিকআপের পেছনে ধাক্কা লেগে আমিনুল (৩৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম টোল প্লাজার কাছে এ দুর্ঘটনায় আহত হন তিনি। পরে বিকেলে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আমিনুলের নাম জানা গেলেও বাকি পরিচয় শনাক্ত হয়নি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: নুরুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক বাবুল হোসেন জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি পিকআপ বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজার পশ্চিমে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের পেছনে ধাক্কা দেয়। এতে চালক আমিনুল গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এটিএম/

Exit mobile version