Site icon Jamuna Television

ঈদে গ্রামে ফেরা হলো না গার্মেন্টস কর্মকর্তা শহিদুলের

রাজবাড়ী প্রতিনিধি:

ঈদের ছুটিতে গাজীপুর থেকে বাগেরহাটের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন গার্মেন্টস কর্মকর্তা শহিদুল ইসলাম (৫০)। কিন্তু বেপরোয়া ট্রাক প্রাণ কেড়ে নিল তার। শনিবার (৩০ এপ্রিল) ঢাকা-খুলনা মহাসড়কে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত গা‌র্মেন্টস কর্মকর্তা বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভোজপারাদিয়া ইউয়িনের চন্দ্রখালী গ্রামের মৃত শেখ জিন্নত আলীর ছেলে। তিনি গাজীপুরের এমএনডব্লিউ ফ্যাশন লিমিটেডে কর্মরত ছিলেন।

জানা যায়, নিহত শহিদুল ইসলাম ছুটি পেয়ে গাজীপুর থেকে নিজ মোটরসাইকেল চালিয়ে বাগেরহাট জেলার রামপালে নিজ গ্রামে ঈদ করতে যাচ্ছিলেন। শনিবার বিকেল ৪টার দিকে তিনি গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারিজের সামনে এলে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের টাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা ঘটানো ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এছাড়া মৃতদেহটি উদ্ধার করে পরবর্তী আইগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

জেডআই/

Exit mobile version