Site icon Jamuna Television

সৌদিসহ মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদ দেখা যায়নি, বিভিন্ন দেশে ঈদ সোমবার

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে সোমবার (২ মে)।

সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম খালিজ টাইমস বলছে, শনিবার সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে আগামী ২ মে ঈদুল ফিতর পালিত হবে এবং ১ মে রমজান মাসের শেষ দিন।

এর আগে, আবুধাবিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) জানায়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।

এছাড়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও কানাডায় আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়া হয়েছে। শনিবার তিন দেশের কর্তৃপক্ষ শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে।

এদিকে, আগামীকাল রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। রোববার শাওয়ালের চাঁদ দেখা গেলে সোমবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। অন্যথায় ৩০ রোজা শেষে মঙ্গলবার ঈদ উদযাপন করা হবে বাংলাদেশে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন হয়। সেক্ষেত্রে, মঙ্গলবার (৩ মে) ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

/এমএন

Exit mobile version