Site icon Jamuna Television

বিশেষ জার্সিতে ওয়ার্নকে স্মরণ করলো রাজস্থান রয়্যালস

ছবি: সংগৃহীত

কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নকে স্মরণ করেছে আইপিএলের দল রাজস্থান রয়্যালস। বিশেষায়িত জার্সিতে সর্বকালের অন্যতম সেরা এই বোলারকে স্মরণ করে ওয়ার্নের এই আইপিএল দল।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে ওয়ার্নের সম্মানে ক্রিকেটারদের জার্সির কলারে লেখা ছিল SW-23। এ ছাড়া, কোচিং ও সাপোর্টিং স্টাফরাও পরিধান করেন ২৩ নম্বর জার্সি।

পুরো ক্রিকেট ক্যারিয়ার জুড়ে ২৩ নম্বর জার্সিতেই রাজত্ব করেছেন শেন ওয়ার্ন। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে রাজস্থানের কোচ ও অধিনায়ক থাকাকালে দলটিকে একমাত্র শিরোপা জিতিয়েছিলেন তিনি। এ কারণে ফ্র্যাঞ্চাইজিটি ওয়ার্নকে উপাধি দেয় ‍’ফরএভার দ্য ফার্স্ট রয়্যাল’।

আরও পড়ুন: নেতৃত্ব ছাড়লেন জাদেজা, আবারও চেন্নাইয়ের অধিনায়ক ধোনি

/এম ই

Exit mobile version