Site icon Jamuna Television

সুইডেনের আকাশসীমায় ঢুকে পড়েছিল রুশ যুদ্ধবিমান!

ছবি: সংগৃহীত

রাশিয়ার একটি সামরিক বিমান সুইডেনের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন সুইডেনের প্রতিরক্ষা কর্মকর্তারা। যদিও সুইডেনের আকাশসীমায় অল্প কিছুক্ষণ ছিল বিমানটি।

বিমানটি এমন এক সময়ে আকাশসীমা লঙ্ঘন করলো যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর সুইডেন ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করার কথা ভাবছে। খবর আল আরাবিয়া ও আল জাজিরার।

সুইডিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় দেয়া এক বিবৃতিতে বলেছে, শুক্রবার সন্ধ্যায় একটি রাশিয়ান এএন-৩০ প্রপেলার প্লেন সুইডিশ আকাশসীমা লঙ্ঘন করেছে। এরপর সুইডেনের বিমানবাহিনী রুশ ওই বিমানটিকে নজরে রাখে এবং সেটির ছবি তোলে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, সুইডিশ ভূখণ্ডের দিকে যাওয়ার আগে বিমানটি বাল্টিকের ডেনিশ দ্বীপ বোর্নহোমের পূর্ব দিকে উড়ছিল।

আরও পড়ুন: বিশেষ অভিযানে আজভস্টাল ইস্পাত কারখানা থেকে ২০ জনকে উদ্ধার

এদিকে পাবলিক টেলিভিশনে দেয়া এক ভাষণে সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পিটার হাল্টকভিস্টক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সুইডিশ আকাশসীমা লঙ্ঘন করা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

জেডআই/

Exit mobile version