Site icon Jamuna Television

বগুড়ায় মাঠে গলাকাটা চার লাশ

বগুড়ার শিবগঞ্জে চার জনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, আটমুল ইউনিয়নের ডাবর গ্রামে মাঠে তাদের হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়।

আজ সোমবার সকালে লাশগুলো দেখতে পান স্থানীয়রা। পুলিশে খবর দেয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ড সম্পর্কে প্রাথমিকভাবে তেমন কোন তথ্য জানাতে পারেনি পুলিশ। তবে পুলিশ ধারণা করছে তাদের বয়স ৩৫-৪০ বছরের মধ্যে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) সনাতন চক্রবর্তী চার ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Exit mobile version