Site icon Jamuna Television

শক্তিশালী টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের কানসাস

যুক্তরাষ্ট্রের কানসাসের টর্নেডো।

শক্তিশালী টর্নেডো তাণ্ডব চালিয়েছে যুক্তরাষ্ট্রের কানসাসে। লণ্ডভণ্ড হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। হতাহতের খবর না মিললেও ক্ষতিগ্রস্ত হাজারের বেশি ঘরবাড়ি। বিধ্বস্ত হয়েছে বহু গাড়ি।

ভয়াবহ এ টর্নেডোর আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রায় ২২ হাজার মানুষ। কিছু এলাকায় সংযোগ চালু হলেও এখনও অন্ধকারে অনেক এলাকা। ক্ষয়ক্ষতি নিরূপনে ড্রোন ও বিমান নিয়ে চলছে পর্যবেক্ষণ। টর্নেডোর কারণে কানসাসসহ আইওয়া, মিসৌরি ও নেব্রাসকায় টানা বজ্রপাতের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

এসজেড/

Exit mobile version