Site icon Jamuna Television

সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি

ঈদের চাঁদ দেখার জন্য আজ সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ তথ্য।

শনিবার (৩০ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, আরবি বর্ষপঞ্জি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই শাওয়ালের চাঁদ দেখার বিষয়ে আলোচনার জন্য রোববার সভা ডেকেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে বায়তুল মুকাররমের সভাকক্ষে হবে চাঁদ দেখা কমিটির এ সভা।

বাংলাদেশের কোথাও কোথাও শাওয়ালেরে চাঁদ দেখা গেলে তা নিচের নম্বরে ফোন করে জানাতে অনুরোধ করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।

/এডব্লিউ

Exit mobile version