Site icon Jamuna Television

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে লাল্টু মিয়া (৩৭) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১ মে) সকাল ৯টায় গাংনী ঈদগাঁ পাড়ায় এ ঘটনা ঘটে। লাল্টু মিয়া মহিলা কলেজ পাড়ার মৃত বিল্লাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, গাংনী ঈদগাঁ পাড়ার জাকিউল ইসলাম মাস্টারের বাড়ির ছাদে লোহার কলামের সাটারিং খোলার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে নিচে পড়ে যান। এরপর তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন।

গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সীমা জানান, লাল্টুকে গাংনী হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এসজেড/

Exit mobile version