Site icon Jamuna Television

ঈদগাহে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, ফাঁকা ঢাকায় থাকবে ৫০০ মোবাইল টিম: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা। রোববার (১ মে) সকালে জাতীয় ঈদগাহর সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি।

জাতীয় নিরাপত্তার স্বার্থে ঈদগাহে জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কোনো জিনিস না আনতে মুসল্লিদের অনুরোধ করেন ডিএমপি কমিশনার। বলেন, প্রত্যেকের দেহ তল্লাশি করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের সুনির্দিষ্ট হুমকির তথ্য নেই বলেও জানান তিনি।

ঈদের দিন ছাড়াও ফাঁকা ঢাকার নিরাপত্তার জন্য প্রতিটি থানায় নতুন ফোর্স দেয়া হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, আড়াই হাজার নতুন ফোর্স থানায় ডিউটি দেবে। প্রতিদিন ৫০০ মোবাইল টিম থাকবে। এছাড়া থাকবে অতিরিক্ত চেকপোস্ট। রাতের ঢাকা সেন্ট্রালি সারভিলেন্স করা হবে বলেও জানান তিনি।

এসজেড/

Exit mobile version