Site icon Jamuna Television

সালমানের আপিল শুনানি ১৭ জুলাই পর্যন্ত মুলতবি

১৯৯৮ সালে হরিণ হত্যা মামলায় নিম্ন আদালতের পাঁচ বছরের কারাদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে ভারতের যোধপুর আদালতে সালমন খানের আবেদনের শুনানি ১৭ জুলাই পর্যন্ত স্থগিত হয়ে গেল। আজ আদালতে হাজিরা দেন সলমন।

তাঁর আইনজীবী মহেশ বরা শুনারির শুরু করার জন্য সময় চাওয়ায় জেলা ও দায়রা আদালতের বিচারপতি চন্দ্রকুমার সঙ্গারা শুনানি স্থগিত করে দেন।

রবিবারই মুম্বই থেকে যোধপুর পৌঁছে যান সলমন। তাঁর সঙ্গে ছিলেন পরিবারের লোকজন। শুনানি স্থগিত হয়ে যাওয়ার কথা শুনে আদালত ছেড়ে চলে যান বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।

১৯৯৮ সালের ১ অক্টোবর রাতে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিংয়ের ফাঁকে সালমন, সাইফ আলি খান, টাব্বু, নীলম ও সোনালি বান্দ্রের বিরুদ্ধে দু’টি কৃষ্ণসার হত্যার অভিযোগ ওঠে। ওই মামলায় গত ৫ এপ্রিল সালমনের পাঁচ বছরের কারাদণ্ড হয়। দু’রাত যোধপুরের কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান সালমন।

Exit mobile version