Site icon Jamuna Television

পটুয়াখালীর দুমকিতে ট্রলি চাঁপায় পথচারী নিহত

স্টাফ রি‌পোর্টার, পটুয়াখালী:

পটুয়াখালীর দুমকিতে ট্রলি চাপায় আহত আব্দুর রব (৫০) নামের এক পথচারী ব‌রিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

রোববার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লেবুখালী-বাউফল সড়কের সাতানী কালভার্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটলে আশঙ্কাজনক অবস্থায় তা‌কে ব‌রিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ নেয়ার পর বেলা ১১টার দি‌কে তিনি মারা যান। নিহত পথচারী আব্দুর রব হাওলাদার উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের বাসিন্দা ত‌বে তার বিস্তা‌রিত প‌রিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়ভাবে জানা গেছে, লেবুখালীর পাগলামোড় থেকে দুমকিগামী ইট-বালুবাহী একটি ট্রলি দুমকি-সাতানীর কালবার্ড বাজার সংযোগ সড়ক অতিক্রমকালে ওই পথচারীকে চাপা দিয়ে মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত পথচারী আবদুর রব হাওলাদারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত বরিশাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুমকি থানার ওসি মো. আবদুস সালাম বলেন, ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করা হয়েছে। রব হাওলাদা‌রের লাশ ব‌রিশাল থে‌কে নি‌য়ে আসা হ‌চ্ছে। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এটিএম/

Exit mobile version