Site icon Jamuna Television

ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে রাশিয়ার আহ্বান

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ছবি: রয়টার্স।

ইউক্রেনে অস্ত্র সরবারহ বন্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো যদি সত্যিই ইউক্রেন সংকট সমাধানে আগ্রহী হয়, তাহলে প্রথমে তাদের সতর্ক হতে হবে। আর কিয়েভে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ বন্ধ করতে হবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বার্তা সংস্থা সিনহুয়ার সঙ্গে সাক্ষাৎকারে এমন আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কিয়েভে শত শত কোটি ডলারের সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের মিত্রদেশগুলো। সহায়তার এ বিষয়টিকে ভালোভাবে নেয়নি মস্কো। উল্টো এসব দেশের সামরিক সহায়তাকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে রাশিয়ার অভিযোগ।

/এমএন

Exit mobile version