Site icon Jamuna Television

সরকার ডিজিটাল আইন করে সাংবাদিকদের কণ্ঠরোধ করেছে: দুলু

নাটোরে বক্তব্য দিচ্ছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আজ কোনো সাংবাদিকের স্বাধীনতা নেই। সরকার ডিজিটাল আইন করে প্রত্যেকটা সাংবাদিকদের কণ্ঠরোধ করে দিয়েছে। ঈদের পর থেকে গণতন্ত্র রক্ষায় আন্দোলন শুরু করা হবে।

রোববার (১ মে) বিকেলে নাটোরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে ইফতারপূর্ব এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় দুলু বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সাংবাদিকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে ঈদ পরবর্তী কর্মসূচিতে সাংবাদিকদের সহযোগিতা করার অনুরোধ জানান।

জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপি নেতা ছাবিনা ইয়াসমিন ছবি, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন: রক্তপাত ছাড়া কখনো কোনো দাবি আদায় হয় না: ফখরুল

/এম ই

Exit mobile version