Site icon Jamuna Television

দেশবিরোধী অপশক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত: শিক্ষা উপমন্ত্রী

মহিবুল হাসান চৌধুরী নওফেল। ফাইল ছবি।

নির্বাচন সামনে রেখে দেশবিরোধী অপশক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রোববার (১ মে) চট্টগ্রামের লালখানবাজারে ‘জনক জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশনে’ এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় গত এক যুগে উন্নয়ন, অগ্রগতির চিত্র তুলে ধরে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান উপমন্ত্রী। পরে নগরীর চকবাজার ওয়ার্ডে যুবলীগ নেতা নুরুল আনোয়ারের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুুরী নওফেল।

/এমএন

Exit mobile version