Site icon Jamuna Television

বাড্ডায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত।

রাজধানীর বাড্ডায় রেখা আক্তার নামের এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এতে রেখার মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। অভিযুক্ত ওই স্বামীর নাম শাহ আলম। তিনি অভিযুক্ত স্বামী গুলশান ২ নাম্বারে অবস্থিত নূর জুয়েলার্সের কারিগর।

রোববার (২ মে) সন্ধ্যায় ঘটে এ ঘটনা। ভুক্তভোগী নারীর স্বজনদের অভিযোগ, রেখার স্বামী দীর্ঘদিন ধরে স্ত্রীর উপর নির্যাতন করে আসছিলেন। রোববার দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে অ্যাসিড নিক্ষেপের হুমকি দেয় অভিযুক্ত শাহ আলম। এরপর রেখাকে ঘরে আটকে সে বেরিয়ে যায়। পরে সন্ধ্যা সাতটায় ঘরে ফিরে সে স্ত্রী রেখার গায়ে অ্যাসিড নিক্ষেপ করে।

উত্তর বাড্ডার একতা আবাসিক এলাকায় থাকত রেখা আক্তার ও শাহ আলম।রেখা আক্তার ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এসজেড/

Exit mobile version