Site icon Jamuna Television

বাজারজুড়ে ভোজ্যতেলের হাহাকার, ঈদের পর বাড়তে পারে দাম

ছবি: সংগৃহীত।

চাহিদামতো ভোজ্যতেল পাচ্ছে না ক্রেতা। দুই সপ্তাহ ধরেই বাজারে তৈরি হয়েছে তেলের ঘাটতি। কোথাও কোথাও মিললেও সয়াবিনের সঙ্গে নিতে হচ্ছে সরিষার তেল কিংবা হালিম মিক্স। উপায় না দেখে কিনতে বাধ্য হচ্ছে ক্রেতা। তবে কোথাও নেই ৫ লিটারের সয়াবিন তেলের বোতল। ঈদের পর দাম সমন্বয় করা হবে, তাই বাজারে সরবরাহ কমিয়ে দিয়েছে সব উৎপাদক।

তেলের আকাল দেখে অতিমুনাফাও করছেন অসাধু গুটিকয়েক ব্যবসায়ী। মজুদ করে বাড়িয়ে দেয়া হচ্ছে দাম। কারওয়ান বাজারে দুই-একটি দোকানে ১ ও ২ লিটার তেলের বোতল মিললেও নেয়া হচ্ছে বেশি দাম।

ক্রেতারা জানিয়েছেন, কারসাজির সঙ্গে যুক্তদের আইনের আওতায় আনতে হবে। তা না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো যাবে না। বলা হচ্ছে, ঈদের পর নতুন দাম নির্ধারণ হবে, তখন বাড়িয়ে দেয়া হবে দাম। আরও চাপে পড়বে নিম্ন ও মধ্যবিত্ত।

তেলের যথেষ্ট মজুদ থাকলেও তৈরি করা হচ্ছে কৃত্রিম সংকট। সরবরাহ স্বাভাবিক রাখতে মিল পর্যায়ে তদারকি করার কথা থাকলেও সেই উদ্যোগ থেকে সরে এসেছে সরকার।

এসজেড/

Exit mobile version