Site icon Jamuna Television

ঈদের আগেরদিন স্বস্তিতেই বাড়ি ফিরছে মানুষ

ঈদের আগেরদিনও ঘরমুখো মানুষ। সড়ক ও রেলপথে স্বস্তিতেই বাড়ি ফিরছে মানুষ। তবে শিমুলিয়া ঘাটে মোটরসাইকেলের সারি দেখা যাচ্ছে আজও।

সকাল থেকেই পারাপার হচ্ছে শত শত দুই চাকার বাহন। ব্যক্তিগত গাড়ির চাপ নেই। তাই এক নম্বর ফেরিঘাটের পাশাপাশি তিন নম্বর ঘাটও মোটরসাইকেল পারাপারের জন্যই নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। ব্যক্তিগত কারণের পাশাপাশি যাত্রাপথে ভোগান্তি এড়াতে অনেকে আজ বাড়ির পথ ধরেছেন। যানবাহন পারাপার স্বাভাবিক আছে পাটুরিয়া ঘাটেও।

সড়কপথে যানবাহন চলাচল স্বাভাবিক আছে। চন্দ্রায় যত্রতত্রভাবে যাত্রী তোলায় কিছুটা বিশৃঙ্খলা রয়েছে। তবে যানজট কিংবা ধীরগতি নেই কোথাও। স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন যাত্রীরা। রেলপথেও একই চিত্র। নেই উপচেপড়া ভিড়। সময়মতো ছেড়ে যাচ্ছে ট্রেন। স্বস্তি নিয়েও বাড়ির পথ ধরেছেন যাত্রীরা।

/এডব্লিউ

Exit mobile version