Site icon Jamuna Television

রমজানে অফিস সময় ৯টা থেকে সাড়ে ৩টা

পবিত্র রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস শুরু হবে সকাল নয়টায়। শেষ হবে বেলা সাড়ে তিনটায়। অফিসের নতুন এই সময়সূচির সিদ্ধান্ত জানিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে নতুন এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

রমজানে দুপুরে নামাজ আদায়ের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি দেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক হয়। পরে সচিবালয়ে বৈঠক সম্পর্কে জানানো হয়।

এছাড়াও, মন্ত্রিসভায় জরিমানা বাড়িয়ে যৌতুক নিরোধ আইনের খসড়া অনুমোদন করা হয়। প্রস্তাবিত এই আইন অনুসারে কেউ যৌতুকের বিষয়ে মিথ্যা মামলা করলে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড পেতে হবে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version