Site icon Jamuna Television

পিরোজপুরের বেড়িবাঁধ নির্মাণে বাধা, স্থানীয়দের হামলায় ৩ চীনা নাগরিকসহ আহত ৯

স্থানীয়দের সাথে চীনা নাগরিক ও শ্রমিকদের সংঘর্ষ।

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় বেড়িবাঁধ নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়দের হামলায় ৩ চীনা নাগরিকসহ ৯ জন আহত হয়েছে। হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (২ মে) সকালে উপজেলার বাদুরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলার ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেয়া হয়।

আহত চীনা নাগরিকরা হলো- ম্যানেজার মি. মাজিমাও (৩১), সুপারভাইজার মি. চ্যাং ডিউ (২৭) এবং সুপারভাইজার মি. লেই বো (৩৬)। আহত শ্রমিকরা হলো- মো. জিল্লুর রহমা (২৬), মো. ইলিয়াস (৩৪), নিজাম শিকদার (৪০), মানিক (৩২), বাহাদুর উকিল (৬০), জাকারিয়া খান (৩০)। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় জাকারিয়া খানকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং বাহাদুর উকিলকে ভান্ডারিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানান, আহত অবস্থায় ভান্ডারিয়া হাসপাতালে ৩ জন চীনা নাগরিক ও ৬ জন বাঙ্গালি জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে ২ জন চীনা নাগরিকের হাতে ও পায়ে এবং ১ জন মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। মো. বাহাদুর উকিল নামে একজন বাঙ্গালি হাসপাতালে ভর্তি আছেন।

মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, বেড়িবাঁধ নির্মাণের জন্য রোববার সকালে ভেপু মেশিন দিয়ে মাটি কাটতে গেলে এলাকাবাসী তাতে বাধা দেয়। এ সময় চায়না প্রোজেক্টের শ্রমিকদের সাথে স্থানীয় লোকজনের সংঘর্ষ হয়। এতে ৩ জন চায়না নাগরিক ও ৬ জন বাঙ্গালি শ্রমিক আহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। হামলার বিষয়ে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয় বলে জানিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান।

এসজেড/

Exit mobile version