Site icon Jamuna Television

অবশেষে জয়ের মুখ দেখলো বার্সেলোনা

টানা তিন হারের পর অবশেষে জয়ের মুখ দেখলো বার্সেলোনা। মায়োর্কাকে ২-১ গোলে হারিয়ে আবারও টেবিলের দুই নম্বরে উঠে আসলো কাতালান ক্লাবটি।

ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে দারুণ শুরু পায় জাভি হার্নান্দেসের দল। ম্যাচের ষষ্ঠ মিনিটে অবামেয়াংয়ের হেড প্রতিহত করেন গোলরক্ষক সার্জিও রিকো। ১৯ মিনিটে ফের নিনোর হাস্যকর মিসে এগিয়ে যাওয়া হয়নি মায়োর্কার। মিনিট পাঁচেকের মাথায় অফসাইডে বাতিল হয় রোনালদ আরাহোর করা গোল। তবে পরের মিনিটেই মেমফিস ডিপাইয়ের গোলে লিড নেয় বার্সেলোনা।

বিরতির পর ব্যবধান দ্বিগুন করেন সার্জিও বুসকেটস। ৭৩ মিনিটে আবারও অফসাইডে বাতিল হয় বার্সা ফরোয়ার্ড ফেররান তোরেসের গোল। শেষদিকে রাইয়োর গোলে ব্যবধান কমালেও পরাজয় এড়াতে পারেনি মায়োর্কা। এই জয়ে ৩৪ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে বার্সেলোনা।

/এডব্লিউ

Exit mobile version