Site icon Jamuna Television

এভারটনের কাছে হেরেছে চেলসি

এভারটনের কাছে ১-০ গোলে হেরে গেছে চেলসি। অপর ম্যাচে ওয়েস্টহ্যামকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। আর সন হিউং মিনের জোড়া গোলে লেস্টার সিটির বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার।

গুডিসন পার্কে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারতো এভারটন। তবে অ্যান্থনি গর্ডনের ফ্রি কিক শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের বাকি সময়ে গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি দুই দলের কেউই। বিরতির পর এভারটনকে লিড এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন।

৫৯ মিনিটে ম্যাসন মাউন্টের শট পোস্টে প্রতিহত হলে সমতায় ফেরা হয়নি চেলসির। ম্যাচের বাকি সময়ে কোভাচিচ-রুডিগারদের বেশ কিছু প্রচেষ্টা রুখে দিয়ে এভারটনের ত্রাণকর্তা গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। এই জয়ে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮ নম্বরে আছে এভারটন।

/এডব্লিউ

Exit mobile version