Site icon Jamuna Television

পাকিস্তানকে ৮ শ’ কোটি ডলার সহায়তা দিচ্ছে সৌদি আরব

সৌদি আরব থেকে ৮ শ’ কোটি ডলার সহায়তা পাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সংকটে পড়া অর্থনীতির জন্য এই সহায়তাকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরব নিউজসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠকে পাকিস্তানের চলমান অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানেই ইসলামাবাদকে বড় ধরনের সহায়তা দিতে সম্মত হয়েছে সৌদি সরকার।

এর আগে, গত বছর পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে ৩ বিলিয়ন ডলার জমা রাখে সৌদি সরকার। এর পাশাপাশি জ্বালানি সহায়তা হিসেবে ১২০ কোটি ডলার ঋণ দেয়া হয়। বিদ্যমান ৪.২ বিলিয়ন ডলারের ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানো নিয়েও আলোচনা হয় দুই নেতার মধ্যে।

/এডব্লিউ

Exit mobile version