Site icon Jamuna Television

এবার কিয়েভ সফরে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার

এবার কিয়েভ সফরে গেলেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।

এসময় পেলোসির সফর সঙ্গী ছিলেন বেশ কয়েকজন মার্কিন প্রতিনিধি। কিয়েভের পক্ষ থেকে দেয়া হয় কঠোর নিরাপত্তা। সফরকালে দেয়া এক ভিডিওতে বার্তায় যে কোনো প্রয়োজনে জেলেনস্কি সরকারের পাশে থাকার আশ্বাস দেন পেলোসি।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার বলেন, স্বাধীনতার জন্য যেভাবে সামনে থেকে লড়াই করছেন এ জন্য আপনাদের ধন্যবাদ জানাতে এসেছি। লড়াই শেষ না হওয়া পর্যন্ত আমরা কিভেয়ের পাশে থাকবো। এটা আমাদের প্রতিশ্রুতি।

এসময় যুক্তরাষ্ট্র তাদেরকে অস্ত্র এবং অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে বলেও জানান পেলোসি। তার এই সফরের কয়েক দিনই আগেই কিয়েভে পরিদর্শনে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

/এডব্লিউ

Exit mobile version