Site icon Jamuna Television

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক ভিডিওবার্তায় দেশবাসীর প্রতি মুসলমানদের সবচেয়ে ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের শুভেচ্ছা পৌঁছে দেন প্রধানমন্ত্রী। ভিডিওবার্তাটিতে তিনি বলেন, প্রিয় দেশবাসী, আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, এক মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানেই আনন্দ। আসুন, ঈদুল ফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করে নিই। যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।

/এম ই

Exit mobile version