Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় মজুদকৃত ৪২০ লিটার ভোজ্যতেল ন্যায্য মূল্যে বিক্রির নির্দেশ ভ্রাম্যমাণ আদালতের

মজুদকৃত ভোজ্যতেল ন্যায্য মূল্যে বিক্রি।

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ায় ভোজ্যতেলের দর স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। দোকানের গোডাউনে মজুদকৃত ৪২০ লিটার তেল ন্যায্য মূল্যে বিক্রির নির্দেশ ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০২ মে) দুপুরে শহরের জগতবাজার, আনন্দবাজার ও সড়কবাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে জগতবাজার ও আনন্দবাজারের দুটি দোকানের গোডাউনে মজুদকৃত ৪২০ লিটার তেল দেখতে পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তেলগুলো ন্যায্য মূল্যে বাজারে উপস্থিত ক্রেতাদের কাছে বিক্রির নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, যেসব ডিলার ও দোকানিরা গোডাউনে তেল মজুদ করে রেখেছে সেগুলো খোলা বাজারে ন্যায্য মূল্যে বিক্রির জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

এনবি/

Exit mobile version