Site icon Jamuna Television

সাংহাইয়ের করোনা পরিস্থিতি উন্নতির পথে

টানা লকডাউনের জেরে খানিকটা উন্নতির পথে সাংহাইয়ের করোনা পরিস্থিতি। রোববার (১ মে) এ তথ্য জানায় নগরীর স্বাস্থ্য কমিশন।

এদিন নগরীতে করোনায় ৩৮ জনের প্রাণহানি ও সাত হাজার নতুন সংক্রমণের কথা জানায় কর্তৃপক্ষ। যা আগের বেশ কয়েকদিনের তুলনায় অনেকাংশে কম। ছয় জেলায় স্থানীয় সংক্রমণ নেমে এসেছে শূন্যের কোঠায়। ফলে এলাকাগুলোতে বিধিনিষেধ কিছুটা শিথিলের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে গণহারে নমুনা পরীক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা অব্যাহত থাকবে। বেশি ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে জারি থাকবে কড়াকড়ি। প্রবীণ বাসিন্দাদের বাড়তি সতর্কতা মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া ও গণজমায়েতে জারি রয়েছে নিষেধাজ্ঞা।

/এডব্লিউ

Exit mobile version