Site icon Jamuna Television

ঝিনাইদহে ইউপি নির্বাচনে বিরোধিতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় গত ইউপি নির্বাচনে বিরোধিতা করায় ব্যবসায়ী ও তার ছেলেকে কুপিয়ে জখম করেছে বিজয়ী মেম্বার প্রার্থীর সমর্থকরা। সোমবার (২ মে) সকালে উপজেলার আবাইপুর বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত ৫ জানুয়ারি ৫ম ধাপের ইউপি নির্বাচনে আবাইপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য পদে নির্বাচনে অংশ নেয় রবিউল ইসলাম ও বাবর আলীসহ ৩ জন। নির্বাচনে রবিউল ইসলাম নির্বাচিত হয়। নির্বাচনে বিরোধিতা করার জের ধরে সোমবার সকালে আবাইপুর বাজারে রবিউল ইসলাম নামের আরেক ব্যবসায়ীর দোকানে হামলা চালায় বিজয়ী ইউপি সদস্য রবিউল ইসলামের সমর্থকরা।

হামলা চালিয়ে তারা ব্যবসায়ী রবিউলের দোকান ভাংচুর করে ও তার ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এটিএম/

Exit mobile version