Site icon Jamuna Television

ঈদের দিন সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

ফাইল ছবি।

ঈদের দিন আগামীকাল মঙ্গলবার (৩ মে) সারাদেশে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সারাদিনই বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, দেশের উত্তরাঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, রাজধানীতে এদিন সকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও তা পরিমাণে কম। তবে বিকেল ও রাতের দিকে বেশি বৃষ্টি হতে পারে।

ঈদের একদিন পর থেকে তাপমাত্রা আবার বাড়তে থাকবে বলে জানা গেছে।
/এমএন

Exit mobile version