Site icon Jamuna Television

এবি পার্টির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। তাতে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করে জনগণের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ কর্মসূচির দৃঢ় অঙ্গীকার করা হয়।

সোমবার (২ মে) রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ উৎসবের আয়োজন করা হয়। এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী এবং সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর সঞ্চালনায় বর্ষপূর্তির কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তাতে দেশের নানা বিশিষ্টজন ও রাজনীতিবিদ অংশ নেন।

/এমএন

Exit mobile version