Site icon Jamuna Television

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করেছেন বহু মুসল্লি।

আজ পবিত্র ঈদুল ফিতর। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টায় রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে শুরু হয়েছে ঈদের প্রধান জামাত। সেখানে অংশ নিয়েছেন শতাধিক মুসল্লি। সকলেই এক যোগে ঈদের নামাজ আদায় করছেন, প্রার্থনা করছেন দেশ, জাতি ও প্রিয়জনদের জন্য।

ঈদে জাতীয় ঈদগাহ বায়তুল মোকাররমে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৭টায়। সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে আরও একটি জামাত। এরপর পর্যায়ক্রমে সকাল ৯টা, সকাল ১০টা এবং সকাল ১০টা ৪৫ মিনিটে বাকি চারটি জামাত অনুষ্ঠিত হবে। শনিবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

এসজেড/

Exit mobile version