Site icon Jamuna Television

বৃষ্টিতে ভিজে ঈদ উদযাপন নগরবাসীর

সকাল থেকেই আকাশ মেঘলা, বৃষ্টিও শুরু।

ঈদের দিন সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল ঢাকায়। এরপরই আকাশ ভেঙে এলো বৃষ্টি। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে বৃষ্টি এবং মেঘাচ্ছন্ন হয়ে আছে আকাশ। এতে ভ্যাপসা গরম থেকে রক্ষা পেয়েছে মানুষ। বৃষ্টি মাথায় নিয়ে এবং বৃষ্টিতে ভিজেই শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

যদিও ঈদের দিন বৃষ্টি হতে পারে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। সোমবার (২ মে) আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছিল, দেশের উত্তরাঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, রাজধানীতে এদিন সকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও তা পরিমাণে কম। তবে বিকেল ও রাতের দিকে বেশি বৃষ্টি হতে পারে। ঈদের একদিন পর থেকে তাপমাত্রা আবার বাড়তে থাকবে বলে জানানো হয়েছিল।

সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এদিকে সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও ঈদের ৫টি জামাত হবে এখানে।

এসজেড/

Exit mobile version