Site icon Jamuna Television

ভ্যাকসিন তৈরিতে অবদান রাখায় ঈদে মুসলিম বিজ্ঞানীদের ধন্যবাদ জানালেন বাইডেন

অনেক মুসলমান করোনাকালীন ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে কাজ করেছে। ভ্যাকসিন তৈরিতেও অনেক মুসলিম বিজ্ঞানীর অবদান রয়েছে। হোয়াইট হাউজের ঈদ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এসব মুসলিমদের ধন্যবাদ জানিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, মুসলমানদের সাথে এই আনন্দ ভাগাভাগি করতে পেরে আমি সত্যিই আনন্দিত।

হোয়াইট হাউজে ঈদ উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে অভ্যর্থনা অনুষ্ঠান। প্রতিবছরই ঈদ উপলক্ষ্যে হোয়াইট হাউজের অভ্যর্থনার আয়োজন করা হয়। তবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে তা স্থগিত করা হয়েছিল। এছাড়া গতবছর করোনা মহামারির কারণে ভার্চুয়ালি হয়েছিল এ অনুষ্ঠান। সোমবারের (২ মে) অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেন।

বাইডেন অনুষ্ঠানে আরও বলেন, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, হোয়াইট হাউজে আবারও ঈদের আয়োজন ফিরিয়ে আনবো। কিন্তু করোনার কারণে গতবছর আমি তা পারিনি। তবে এবার ঈদের আয়োজন ফিরিয়ে আনতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

/এডব্লিউ

Exit mobile version