Site icon Jamuna Television

বন্দর নগরী ওডেসায় রাশিয়ার মিসাইল হামলা

ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। সোমবারের এ হামলায় ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। আহত আরও একজন।

হামলার তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমের জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, মিসাইলটি একটি ছাত্রাবাসে আঘাত হানে। এছাড়া ছাত্রাবাসে হামলার নিন্দা জানান ইউক্রেন প্রেসিডেন্ট।

এর আগে, ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি দাবি করেন, ইউক্রেনের একটি গির্জায় মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। যদিও এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানাচ্ছে সংবাদ সংস্থা রয়টার্স।

/এডব্লিউ

Exit mobile version