Site icon Jamuna Television

দুর্দান্ত সাকিবে ম্যাচ জিতেছে হায়দ্রাবাদ

সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৫ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের ১৪৬ রানের পুঁজিতে সাকিবের অবদান ছিল ৩৫। আর বল হাতে তার ২ উইকেট শিকারে, ১৪১ রানের বেশি তুলতে পারেনি ব্যাঙ্গালুরু।

শুরুতে ব্যাট করতে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসনের ৩৯ বলে ৫৬ আর সাকিব আল হাসানের ৩২ বলে ৩৫ রানে ভর করে ১৪৬ রানের লড়াকু স্কোর গড়ে হায়দ্রাবাদ। এবছর আইপিএলে সাকিবের সর্বোচ্চ ইনিংস এটি। জবাবে ২০ রান করা পার্থিব প্যাটেলকে ফিরিয়ে হায়দ্রাবাদকে প্রথম ব্রেক থ্রু-এনে দেন সাকিব। এরপর ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করা ভিরাট কোহলিকেও নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন এই বাংলাদেশি অর্থডক্স। শেষ ওভারে জয়ের জন্য ১২ রান দরকার হলেও, ৬ রানের বেশি তুলতে পারেনি ব্যাঙ্গালুরু। ৫ রানের জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার আগে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version