Site icon Jamuna Television

ব্রেন্টফোর্ডকে হারিয়ে সেরা চারের আশা বাঁচিয়ে রাখলো ম্যানইউ

গোল মিসের হতাশায় পুড়লেও পরে দলের জয়ে অবদান রাখতে পেরেছেন রোনালদো। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরলো ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রেন্ডফোর্ডকে ৩-০ গোলে হারিয়ে সেরা চারে থাকার সম্ভাবনা কিছুটা হলেও বাঁচিয়ে রাখতে পেরেছে রালফ রাংনিকের দল।

ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো রেড ডেভিলস। কিন্তু রেড ডেভিলদের তালিসম্যান ক্রিস্টিয়ানো রোনালদো সহজ সুযোগ হাতছাড়া করায় ডেডলক ভাঙতে পারেনি ম্যানইউ। তবে নবম মিনিটেই দলকে লিড এনে দেন আরেক পর্তুগীজ তারকা ব্রুনো ফার্নান্দেস। প্রথমার্ধের শেষ দিকে অফসাইডে বাতিল হয় সিআরসেভেনের করা গোল।

তবে ম্যাচের ৬১ মিনিটে ঠিকই গোলের দেখা পান এই পর্তুগীজ তারকা। তার সফল পেনাল্টিতে ব্যবধান ২-০ করে ম্যানইউ। তার মিনিট নয়েকের মাথায় দারুণ ফিনিশিংয়ে দলের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে। এই জয়ে ৩৬ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

আরও পড়ুন: মেসিকে ম্যারাডোনার মতোই সম্মান করা উচিত বলে মনে করেন পচেত্তিনো

/এম ই

Exit mobile version