ওবায়দুল কাদের। ফাইল ছবি।
করোনা সংকট বিবেচনায় রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের মাধ্যমে ঈদ উদযাপন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (৩ মে) সকালে বাসভবনে এক ব্রিফিংয়ে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনা সংকট মোকাবেলা করে অর্থনীতির চাকা আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে।
এসময় সমাজের ধনী-গরীব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক সহমর্মিতার মধ্য দিয়ে ঈদের খুশি ভাগাভাগি করে নেয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিশ্বশান্তি ও মানবতাবোধ জাগ্রত হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
/এডব্লিউ
Leave a reply