Site icon Jamuna Television

‘আগামী নির্বাচনে ৩০০ আসনে এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি’

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ফাইল ছবি।

আগামী নির্বাচনে ৩০০ আসনে এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এমন কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম কাদের।

মঙ্গলবার (৩ মে) সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলীয় নেতা-কর্মী, গণমাধ্যম কর্মী, বিশিষ্টজন এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন জিএম কাদের।

সাংবাদিকদের সাথে আলাপকালে জাপা চেয়ারম্যান আগামী নির্বাচন প্রসঙ্গে কথা বলেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শিগগিরই নির্বাচন কমিশনের সাথে জাতীয় পার্টি বৈঠক করবে বলে জানান তিনি। আগামী নির্বাচনে ৩০০ আসনেই জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে উল্লেখ করে দলের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন জিএম কাদের।

আরও পড়ুন: সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের মাধ্যমে ঈদ উদযাপনের আহ্বান ওবায়দুল কাদেরের

/এম ই

Exit mobile version