Site icon Jamuna Television

সৌদি জোটের হামলায় প্রেসিডেন্সিয়াল প্যালেসে ৬ জন নিহত

ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের দখলে থাকা প্রেসিডেন্সিয়াল প্যালেসে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। হামলায় নিহত হয়েছে অন্তত ৬ জন। আহত হয়েছে আরও ৩০ জন।

প্রত্যক্ষদর্শীর বরাতে গণমাধ্যম জানিয়েছে, সোমবার দিনভর সানার বিভিন্ন এলাকায় থেমে থেমে চলে বিমান হামলা। এর মধ্যে হুতি নিয়ন্ত্রিত প্রেসিডেনসিয়াল প্যালেস থেকে দু’বার বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্যালেসের কাছেই ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থান হলেও সেসব জায়গায় হামলা হয়েছে কিনা, তা জানা যায়নি। এ ঘটনায় সৌদি জোটকে দায়ী করেছে হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশন।

এর আগে রোববার, সৌদি আরবের দক্ষিণাঞ্চলে দু’দফা মিসাইল হামলা চালায় হুতি বিদ্রোহীরা; যা লক্ষ্যে আঘাত হানার আগেই ধ্বংস করে দেয় রিয়াদ। এদিকে, ইয়েমেনের প্রত্যন্ত সোকোত্রা দ্বীপে অবরোধ আরোপ ও সেনা মোতায়েনের পর, সামরিক মহড়া শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version