Site icon Jamuna Television

তিন কিশোরের পরিবারে সইলো না ঈদের আনন্দ

স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে গোসল করার সময় বজ্রপা‌তে তিনজন কি‌শোর নিহত হ‌য়ে‌ছে। এ‌তে আহত হ‌য়ে‌ছে নদীর পা‌ড়ে থাকা আ‌রও দুইজন। ঈদের দিনই কিশোরদের মৃত্যুর ঘটনায় ঘটনায় এলাকায় নে‌মে এ‌সে‌ছে শো‌কের ছায়া।

মঙ্গলবার (৩ মে) সকা‌লে উপ‌জেলার দশ‌কিয়া ইউ‌নিয়নের হা‌তিয়া এলাকায় নদীর পা‌ড়ে এই ঘটনা ঘ‌টে। তারা সেখা‌নে গোসল কর‌তে গি‌য়ে‌ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন দশকিয়া ইউনিয়নের চেয়ারম্যান মালেক ভুইয়া।

নিহতরা হ‌লো, উপ‌জেলার হা‌তিয়া এলাকার র‌বিউ‌লের ছে‌লে আ‌রিফ (১৫) ও আব্দুর রাজ্জা‌কের মেয়ের জামাই রাকিব (২০) এবং দশ‌কিয়া পূর্ব পাড়া গ্রা‌মের জুলহা‌সের ছে‌লে ফয়সাল (১৬)।

দশ‌কিয়া ইউ‌নিয়ন প‌রিষ‌দ চেয়ারম্যান ব‌লেন, ঈ‌দের নামাজ পড়ার আ‌গে সকা‌লে তারা নদীতে গোসল কর‌তে গি‌য়ে‌ছিল। এমন সময় বজ্রপাত ঘটলে তারা মারা যায়। এসময় গুরুতর দুইজনসহ চারজন আহত হয় বলেও জানান তিনি।

এবিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান বলেন, নিহতদের লাশ তাদের পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গিয়েছে। আর যে দুইজন অল্প আহত হয়েছিল তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতেই অবস্থান করছে।

/এডব্লিউ

Exit mobile version