Site icon Jamuna Television

বলিউডে যৌন নির্যাতন ‘খুব সাধারণ’ ব্যাপার: কঙ্গনা 

ছবি: সংগৃহীত

বলিউড নিয়ে আবার বোমা ফাটালেন নায়িকা কঙ্গনা রানাওয়াত। বলিউডে যৌন নির্যাতন নাকি একরকম ‘ডাল-ভাত’এর মতো! এবার তিনি দাবি দাবি করেছেন, হিন্দি সিনেমা জগতে প্রায়ই যৌন নির্যাতনের শিকার হয় উঠতি অভিনেতারা।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, কঙ্গনা দাবি করেছেন, মিটু আন্দোলনের সময় এই ‘সত্যি কথা’ ফাঁস করাতেই পুরো বলিউড শত্রু হয়েছিল তার। এক যোগে তাকে নিষিদ্ধ করেছিল সবাই।

বলিউডের ব্যাপার স্যাপার যে তার পছন্দ না তা আগেও অনেকবার বুঝিয়ে দিয়েছেন কঙ্গনা। তবে এই প্রথম তিনি বলিউডের কাস্টিং কাউচের কথা সোজাসুজি বললেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন ফ্যাশনের জগতেও ব্যাপারটা কিছুটা একইরকম। নতুনদের সেখানেও হেনস্থার শিকার হতে হয়।

কঙ্গনা বলেছেন, অনেকক্ষেত্রেই এই ধরনের ঘটনার দীর্ঘ ছাপ থেকে যায় নির্যাতিতদের ওপর। কেরিয়ার শুরুর আগেই শেষ হয়ে যায় তাদের। ‘মিটু’ আন্দোলনের সময় তাই এই নির্যাতিতদের পক্ষ নিয়েছিলেন বলে দাবি করেছেন কঙ্গনা। তিনি বলেছেন, যতই আমরা বলিউডের শিল্পজগতের স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করি না কেন আসলে বলিউডের জগত ঘন অন্ধকারাচ্ছন্ন! আর এটাই সত্যি।

এনবি/

Exit mobile version