Site icon Jamuna Television

লাশবাহী গাড়িতে ওঠানোর আগে হঠাৎ নড়ে উঠল মৃতদেহ

হঠাৎ নড়ে উঠল লাশ।

কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ভেবে মৃতদেহটি ব্যাগে ভরে নিয়ে যাচ্ছিলেন হাসপাতালের কর্মীরা। শেষকৃত্য করার জন্য লাশবাহী গাড়িতে উঠিয়ে দিচ্ছিল তারা। হঠাৎ নড়াচড়া করে উঠল ‘মৃতদেহ’। ব্যাগের চেইন খুলতেই দেখা যায়, ওই ব্যক্তি তখনও বেঁচে আছে। জীবন্ত অবস্থাতেই তাকে মৃত বলে ঘোষণা করে দেয়া হয়েছিল।

রোববার (১ মে) ঘটনাটি ঘটেছে চীনের সাংহাই এর পুটুও জেলায়। দ্যা গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ খতিয়ে দেখছে, কীভাবে জীবিত অবস্থাতেও তাকে লাশবাহী ব্যাগে ভরা হয়েছিল।

বর্তমানে ওই ব্যক্তিকে হাসপাতালেই রাখা হয়েছে। সাংহাইয়ে কোভিড সংক্রমণ বাড়ছে, বাড়ছে মৃতের সংখ্যাও। কিন্তু বেঁচে থাকা ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে দেয়ার মতো ঘটনা ভয়ানক বলেই মনে করছে সংশ্লিষ্টরা।

এনবি/

Exit mobile version