Site icon Jamuna Television

গাজীপুরে বাস-সিএনজির সংঘর্ষে চারজন নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর উড়ালসড়কের পূর্বপাশে সিএনজি চালিত মাহিন্দ্র গাড়ি ও এনা বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাদুল্লাপুর গ্রামের মৃত আলতাব হোসেনের স্ত্রী রেণু বেগম (৫০), গাজীপুরের দক্ষিণ সালনা এলাকার রমিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ হোসেন (৪৫), জামালপুরের দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ী গ্রামের সাথী আক্তার (২৫) ও শরিফ হোসেন (২৮)।

ঈদের দিন মঙ্গলবার (৩ মে) বিকেলে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপু‌রের সফিপুর ফ্লাইওভারের সংযোগস্থলে দ্রুতগামী একটি এনা পরিবহনের বাসের সঙ্গে সিএনজি চালিত মা‌হিন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার ভেতরে থাকা এক যুবক ঘটনাস্থলেই মারা যান। বাকিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়।

এ বিষয়ে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, বিকেলে সফিপুর এলাকায় একটি বাসের সঙ্গে সিএনজি চালিত মা‌হিন্দ্র গাড়ির সংঘর্ষের ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।

/এমএন

Exit mobile version