Site icon Jamuna Television

পুতিন ক্যান্সারে আক্রান্ত: মার্কিন গণমাধ্যম

ছবি: সংগৃহীত।

ক্যান্সারে আক্রান্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শিগগিরিই করাবেন অস্ত্রোপচার। ক্রেমলিনের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম নিউইয়র্ক পোস্ট।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, চিকিৎসার জন্য রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক কর্মকর্তা নিকোলাই পেত্রুশেভের কাছে কয়েকদিনের জন্য ক্ষমতা হস্তান্তর করবেন পুতিন। পুতিন প্রশাসনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে নিকোলাইকে অন্যতম বলে মনে করা হয়। তবে মস্কোর পক্ষ থেকে এ বিষয়ে কোনো সত্যতা নিশ্চিত করা হয়নি।

/এমএন

Exit mobile version