Site icon Jamuna Television

ভিয়ারিয়ালকে হারিয়ে ফাইনালে লিভারপুল

ভিয়ারিয়ালের আশা ভঙ্গ করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় কোচ ইয়ুর্গেন ক্লপের দল। ফিরতি লেগর খেলায় ৩-২ গোলের জয় পায় অলরেডরা। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে হেরে বিদায় নেয় ভিয়ারিয়াল।

প্রতিপক্ষের মাঠে খেলার শুরুতেই ছন্দপতন ঘটে ক্লপ শিষ্যদের। মাত্র তিন মিনিটের মাথায় বোলায়ে দিয়ার গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। এরপর কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও গোল আদায় করতে পারেনি সফরকারীরা। ৪১ মিনিটে ব্যবধান ২-০ করেন ফ্রান্সিস কোকোলিন।

পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লিভারপুল। ১২ মিনিটের ব্যবধানে তিন গোল আদায় করে জয় নিশ্চিত করেন ফাবিয়ানো, লুইস দিয়াস ও সাদিও মানে। কোয়াড্রপলের পথে দারুণভাবে ছুটে চলা লিভারপুল পাঁচ মৌসুমের মধ্যে তৃতীয়বারের মতো ফাইনালে উঠলো চ্যাম্পিয়ন্স লিগের।

/এডব্লিউ

Exit mobile version