Site icon Jamuna Television

বর্তমান সরকার বিচারালয়কে নিজেদের ইচ্ছা পূরণের মেশিনে পরিণত করেছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দাবি করেছেন, বর্তমান সরকার বিচারালয়কে এখন নিজেদের ইচ্ছা পূরণের মেশিনে পরিণত করেছে। আদিম বন্য আইন চলছে; দেশে এখন দুই আইন।

বুধবার (৪ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। হাজী সেলিমের মতো দাগি আসামীর বিদেশ যাওয়ার খবর না জানায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে এ সময় মন্তব্য করেন রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকারি লোক হলে ফাঁসির আসামিও নিষ্পাপ হয়ে যায়। অথচ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। আদালতের ঘাড়ে বন্ধুক রেখে খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

/এমএন

Exit mobile version